নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ১ কোটি ১০ লাখ ৯৩ হাজার ১৪৪টি শেয়ার ৭৭বার হাত বদলের মাধ্যমে ৭০ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ সোনালী পেপারের ১১ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, সাউথইস্ট ব্যাংকের ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ৫ কোটি ৮৩ হাজার টাকা, বিডি ল্যাম্পের ৪ কোটি ৯০ লাখ ৯৪ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ৪ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকা, এক্সিম ব্যাংকের ৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা, পেনিনসুলার ১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ১ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা, জিবিবি পাওয়ারের ৯৬ লাখ ৫৯ হাজার টাকা, বিকন ফার্মার ৫৬ লাখ ৪০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৩ লাখ ৬৭ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৯৫ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪৯ লাখ ৯২ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৪৭ লাখ ৮০ হাজার টাকা, এডিএন টেলিকমের ৪৫ লাখ ৬০ হাজার টাকা, সিলকো ফার্মার ৪২ লাখ ৫২ হাজার টাকা, এপিএসসিএল বন্ডের ৩৬ লাখ ১১ হাজার টাকা, পিপলস ইন্সুরেন্সের ৩৩ লাখ ৪৫ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ২৭ লাখ ৪০ হাজার টাকা,
ব্যাংক এশিয়ার ১৯ লাখ ৯৮ হাজার টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ১৭ লাখ ৫০ হাজার টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১৫ লাখ ৮৮ হাজার টাকা, আইডিএলসির ১২ লাখ ৫৫ হাজার টাকা, আমরা টেকনোলজির ৮ লাখ ৬০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ লাখ ৫৫ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৮ লাখ ৩৪ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৭ লাখ ৫৬ হাজার টাকা, বসুন্ধরা পেপারের ৭ লাখ ৫৪ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৬ লাখ ৮ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫ লাখ ৮৪ হাজার টাকা এবং রহিমা ফুডের ৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।


