ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, জুন ৩০, ২০২১ ৪:৪৬:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুন) ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ৭২ কোটি ১৭ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ১ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯৪৫টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭২ কোটি ১৭ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ৭ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬১ লক্ষ ৪৫ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১১ কোটি ২১ লক্ষ ৫৪ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৬০ লক্ষ ৫৬ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৫ কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার টাকার, পঞ্চম সর্বোচ্চ ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫ কোটি ৩৬ লক্ষ টাকার, ষষ্ঠ সর্বোচ্চ ফরচুন সুজের ৪ কোটি ৬৩ লক্ষ ৮ হাজার টাকার, সপ্তম সর্বোচ্চ সিলকো ফার্মার ৩ কোটি ১ লক্ষ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তাছাড়া, লংকাবাংলা ফাইন্যান্সের ২ কোটি ৮৬ লক্ষ ৬৩ হাজার টাকার, রবি আজিয়াটার ২ কোটি ৫৮ লক্ষ টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৭৬ লক্ষ ৪৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৬০ লক্ষ টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ১ কোটি ২৪ লক্ষ ৯৫ হাজার টাকার, সি-পার্লের ১ কোটি ১০ লক্ষ ৩৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৫ লক্ষ ৩৪ হাজার টাকার, গ্রীন ডেল্টার ৯৮ লক্ষ ২৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৯৭ লক্ষ ৪৬ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৯৪ লক্ষ ৩০ হাজার টাকার, কুইন সাউথের ৭২ লক্ষ ৩৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৬৮ লক্ষ ৪০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৬৩ লক্ষ টাকার, নেশনাল হাউসিংয়ের ৫২ লক্ষ ৯৭ হাজার টাকার, গ্রামীণফোনের ৫২ লক্ষ ৫০ হাজার টাকার, মার্কেনটাইল ইন্স্যুরেন্সের ৩১ লক্ষ টাকার, ব্যাংক এশিয়ার ২৯ লক্ষ ৪৪ হাজার টাকার, অ্যাডভেন্টের ২৪ লক্ষ ৪২ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ২৩ লক্ষ ৫৭ হাজার টাকার, আইসিবিএএমসিএল দ্বিতীয় ২০ লক্ষ ৬৪ হাজার টাকার, সোনালী পেপারের ১৯ লক্ষ ৯০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৯ লক্ষ ১৬ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ১৮ লক্ষ ৬৮ হাজার টাকার, বিকনফার্মার ১৭ লক্ষ ৯২ হাজার টাকার, মোবিল যমুনার ১৭ লক্ষ ২২ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৪ লক্ষ ২৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৪ লক্ষ ১১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৯ লক্ষ ৬৭ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৯ লক্ষ ৩৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ লক্ষ ৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৭ লক্ষ ৬১ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৭ লক্ষ ২২ হাজার টাকার, রূপালী লাইফের ৬ লক্ষ ৬২ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬ লক্ষ ২০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লক্ষ ৭৬ হাজার টাকার, আর ডি ফুডের ৫ লক্ষ ৮ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লক্ষ ৭ হাজার টাকার, কেয়া কসমেটিকস ৫ লক্ষ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৩৯১ বার পড়া হয়েছে ।
Tagged