ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সময়: সোমবার, ডিসেম্বর ২, ২০২৪ ৪:৩৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ০২ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির মোট ৮ কোটি ৯৯ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ফাইন ফুডস, একমি ল্যাবরেটরিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৭ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডসের ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৬ লাখ টাকা, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৯২ লাখ ৪৫ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ২৮০ বার পড়া হয়েছে ।
Tagged