ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সময়: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৪:২৬:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির মোট ৯৯ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- রেনাটা লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্রাক ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

আর ৬ কোটি ৭৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ৫ কোটি ৬৬ লাখ ২ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ১০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৩৪১ বার পড়া হয়েছে ।
Tagged