ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২ ৫:৩৯:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ ি কোম্পানির ৯৯ কোটি ৬৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটার। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১২ কোটি ২ লাখ ২৭ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্টের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা লাইফের ৪ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৪ কোটি ১২ লাখ ১২ হাজার টাকার, সিটি ব্যাংকের ২ কোটি ২৬ লাখ টাকার, ইউনিক হাইটেকের ২ কোটি ২৫ লাখ ২৩ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার টাকার, ফর্চুন সুজের ১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৮ লাখ টাকার, সাইফ পাওয়ারের ৯৯ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭২ লাখ ৬২ হাজার টাকার, লিন্ডে বিডির ৭২ লাখ ২৫ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৬২ লাখ টাকার, বেক্সিমকো লিমিটেডের ৪১ লাখ ৭৫ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৩৯ লাখ টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৩১ লাখ ৬১ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৩১ লাখ ২০ হাজার টাকার, মীর আক্তারের ২৭ লাখ ১৫ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ২৩ লাখ ৬০ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ২১ লাখ ২৪ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২০ লাখ টাকার, লাভেলো আইসক্রিমের ১৯ লাখ ৯৯ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৬ লাখ ৭৭ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৫ লাখ ১৫ হাজার টাকার, বিডিকমের ১৪ লাখ ৮ হাজার টাকার, গ্রামীণফোনের ১০ লাখ ৩৩ হাজার টাকার, এসএস স্টিলের ৯ লাখ ৮৯ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৯ লাখ ৩৪ হাজার টাকার, ডমিনেজের ৯ লাখ ২০ হাজার টাকার, সুহৃদের ৮ লাখ ৭২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৭২ হাজার টাকার, শেফার্ডের ৫ লাখ ৪৬ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ২৮ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৫ লাখ ১০ হাজার টাকার, কেএন্ডকিউয়ের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ১৯৪ বার পড়া হয়েছে ।
Tagged