ব্লক মার্কেটে ৯ কোম্পানির ৭২ কোটি টাকা লেনদেন

সময়: সোমবার, জুলাই ২২, ২০১৯ ৯:৫৭:০৭ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ সোমবার ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, বঙ্গজ, বারাকা পাওয়ার, ইস্টার্ন হাউজিং, নিটল ইন্স্যুরেন্স, সিমটেক্স ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।

এসব কোম্পানির ১ কোটি ১৬ লাখ ৯৪ হাজার ৩৭ টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ৭২ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৬৩ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানির ৩ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
প্রাইম ইন্স্যুরেন্সের লিমিটেড রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানির মোট ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া বঙ্গজের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৪০ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৭ লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১২ লাখ ৫৬ হাজার টাকার, সিমটেক্সের ১১ লাখ ৯৫ হাজার টাকার ও সিনোবাংলার ইন্ডাস্ট্রিজের ২২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৭৩ বার পড়া হয়েছে ।
Tagged