সূচক কমলেও বেড়েছে লেনদেন

বড় পতনে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

সময়: রবিবার, অক্টোবর ২৪, ২০২১ ৬:০৭:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে (২৪ অক্টোবর) বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও বেড়েছে টাকার অংকের লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ০৫.৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৭.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৯৮.৩১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ডিএসইতে এদিন ২৮ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৪০৯টি শেয়ার এক লাখ ৯১ হাজার ১৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৪৭১ কোটি ৪ লাখ ৬১ হাজার ৬৬৬ টাকা ৯০ পয়সা। যা আগের দিন থেকে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫ হাজার ৩০৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৯৩০ টাকা ৬৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫১.৭৭ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২১০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির। আজ সিএসইতে এক কোটি ২৮ লাখ ৭২ হাজার ১২২টি শেয়ার ১৩ হাজার বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৯ কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৭৭০ টাকা ৫০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৫ হাজার ৩০ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

শেয়ারবাজার২৪

Share
নিউজটি ২৬১ বার পড়া হয়েছে ।
Tagged