মতিন স্পিনিংয়ের ৩৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ২:৪১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের শীর্ষস্থানীয় কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে মতিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সা, যা গত অর্থবছরে ছিল ২ টাকা ৪ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় কোম্পানির মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।

অন্যদিকে, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সা, যা প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদনের পাশাপাশি অন্যান্য এজেন্ডা আলোচনার কথা রয়েছে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর ২০২৫।

 

 

Share
নিউজটি ৯ বার পড়া হয়েছে ।
Tagged