মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য ডিএসই’র জরুরি নির্দেশনা: ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান

সময়: রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ৯:১৯:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মশিউর সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের উদ্দেশে জরুরি এক নির্দেশনা জারি করেছে। ডিএসই জানিয়েছে, মশিউর সিকিউরিটিজের শেয়ার লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) কার্যক্রম ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। ফলে গ্রাহকদের নিজ নিজ বিও (BO) একাউন্টে থাকা শেয়ার অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে স্থানান্তর করতে হবে। এজন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)–এর ফরম-১৬ পূরণ করে আবেদন করতে হবে।

ডিএসই আরও জানায়, যদি কোনো বিনিয়োগকারীর পাওনা অর্থ বা শেয়ার থেকে থাকে, তবে তা ৩০ অক্টোবর ২০২৫–এর মধ্যে আবেদন করে দাবি জানাতে হবে। এজন্য বিনিয়োগকারীদের ডিএসই’র ওয়েবসাইটে থাকা অভিযোগ ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। ফরমটি পাওয়া যাবে এই ঠিকানায়:
👉 www.dse.com.bd/complaintCell_TREC_d.php

ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র (যেমন—বিনিয়োগ পোর্টফোলিও, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য ইত্যাদি) সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে।

📩 আবেদন জমা দেওয়ার ঠিকানা:
চীফ রেগুলেটরি অফিসার
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি
ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

📞 যোগাযোগের জন্য:
ফোন: ০২-৪১০৪০১৮৯-২০০ (এক্সটেনশন ১৬৪১–১৬৪৫)
মোবাইল: ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১, ০১৭৩০-৩৩১৮৬৬
ই-মেইল: icald@dse.com.bd

ডিএসই জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও সুষ্ঠু প্রক্রিয়ায় শেয়ার স্থানান্তর নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। বিনিয়োগকারীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয় যাতে কোনো ধরনের জটিলতা বা ক্ষতির সম্মুখীন হতে না হয়।

 

 

 

 

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged