মালিকানা হস্তান্তর ত্রুটিতে ট্রেডক্যাপের নবায়ন আবেদন প্রত্যাখ্যান করল বিএসইসি

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ ৯:৩২:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজ লিমিটেডের ট্রেড লাইসেন্স নবায়নের আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আবেদন জমা দেওয়ার নয় মাস পর এই সিদ্ধান্ত আসে। তদন্তে দেখা যায়—ব্রোকারেজটির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় অনিয়ম ছিল, যা নবায়ন বাতিলের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ট্রেডক্যাপের (পূর্বের নাম আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ) গ্রাহক বিনিয়োগকারীদের লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের শেয়ার অন্য ব্রোকারেজ হাউজে স্থানান্তর করতে হবে, যাতে তারা লেনদেন চালিয়ে যেতে পারেন।

বিএসইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা লাইসেন্স নবায়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, “প্রত্যেক স্টক ব্রোকারেজ হাউজকে প্রতিবছর তাদের লাইসেন্স নবায়ন করতে হয়। তবে ট্রেডক্যাপের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ায় নিয়ম মেনে সম্পন্ন হয়নি বলে আমরা নিশ্চিত হয়েছি।”

অন্যদিকে, ট্রেডক্যাপ কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা গত নয় মাস ধরে নিয়ন্ত্রক সংস্থার সব শর্ত পূরণে কাজ করছিল। তবে লাইসেন্স বাতিল বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি তারা পায়নি।

ডিএসই গত মাসে প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ ২৩ নভেম্বর শেষ হওয়ায় ট্রেডক্যাপের শেয়ার লেনদেন স্থগিত করেছিল। এ পরিস্থিতিতে ডিএসই বিএসইসির কাছে নির্দেশনা চাইলেও তৎক্ষণাত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে লেনদেন বন্ধের বিরুদ্ধে ব্রোকারেজ প্রতিষ্ঠানটি আদালতে গেলে, সুপ্রিম কোর্ট ১ ডিসেম্বর ডিএসইকে নির্দেশ দেয়—নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ট্রেডক্যাপকে পূর্ণ লেনদেন ও ডিপোজিটরি কার্যক্রম চালু রাখতে হবে।

অবশেষে বিএসইসি নবায়ন আবেদন প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করল।

ডিএসই’র নথি অনুযায়ী, গত বছরের আগস্টে আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের মালিকানা পাঁচজন নতুন শেয়ারহোল্ডারের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে একজন শেয়ারহোল্ডার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ক্লিয়ারেন্স না পেয়ে সরে দাঁড়ান। এরপর ২০২৪ সালের নভেম্বরে এক বছরের জন্য লাইসেন্স নবায়ন করা হয়েছিল।

Share
নিউজটি ৬৫ বার পড়া হয়েছে ।
Tagged