মালেক স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

সময়: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯ ১১:০৮:৫০ পূর্বাহ্ণ


 

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ‘এ’ ক্যাটাগরির মালেক স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী কোম্পানিটিকে দীর্ঘ মেয়াদের জন্য ‘এএ’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-থ্রি’ দেওয়া হয়েছে। ৩০ জুন ২০১৮ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্নয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৯৩ কোটি ৬০ লাখ টাকা ও রিজার্ভে রয়েছে ৫৩৪ কোটি ৬২ লাখ টাকা। ২০১০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Share
নিউজটি ৩০২ বার পড়া হয়েছে ।
Tagged