সূচক কমলেও বেড়েছে লেনদেন

মিশ্র প্রবণতায় লেনদেন শেয়ারবাজারে

সময়: বুধবার, জুলাই ১৪, ২০২১ ৬:৪৭:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের স্বাভাবিক উত্থানে লেনদেন শুরু হলেও শেষ দিকে হতাশ করেছে লেনদেন চিত্র। এদিন লেনদেন শুরু প্রথম ৪০ মিনিট সূচকের তীর উপরের দিকে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূচকের তীর একটানা নিচের দিকে নামতে দেখা গেছে। পরবর্তীতে সূচক আবার বাড়লেও তার স্থায়িত্ব ছিল কম। এরপর আবারও সূচক নিচের দিকে নেমে যায়। শেষের দিকে সূচক আবার বাড়লেও তা সন্তোষজনক ছিলনা। দিনশেষে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। তবে ডিএসইর ৩টি সূচকের মধ্যে ২টি বাড়লেও একটির কমেছে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৪.৬৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৬টি, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন ডিএসইতে মোট ৬১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৫৭টি শেয়ার ২ লাখ ৬৮ হাজার ৪৪৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৪৮ কোটি ৮৯লাখ ৭৪ হাজার ৯১৯ টাকা ৫০ পয়সা। যা আগের দিনের তুলনায় ১৯ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৫৮৩ টাকা ৭০ পয়সা কম।

আজ বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৫৭৮ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৪৩৫ টাকা ৫২ পয়সা। যা আগের দিনের তুলনায় ৩২৯ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৯৯৩ টাকা ৮৫ পয়সা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০১.৯৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

 

Share
নিউজটি ৩৬২ বার পড়া হয়েছে ।
Tagged