নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উদযাপনের জন্য সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ১০ কোটি টাকার অনুদান দিয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।
মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের এই চেক তুলে দেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। তখন উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অঞ্জন কুমার সাহা ও লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতীক।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান


