মুন্নু সিরামিকের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:৫৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মোনো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে—যেখানে শেয়ারহোল্ডাররা চাইলে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন কোম্পানির কারখানা প্রাঙ্গণ, ইসলামপুর, ধামরাই, ঢাকা-১৩৫০ এ অথবা অনলাইন প্ল্যাটফর্মে (https://monnoceramic.virtualagmbd.com) যুক্ত হতে পারবেন। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর ২০২৫।

আর্থিক ফলাফল
সমাপ্ত অর্থবছরে কোম্পানির প্রতি শেয়ারে আয় (EPS) দাঁড়িয়েছে ২২ পয়সা, যা গত অর্থবছরের ৩৯ পয়সা থেকে কমেছে।

প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (NAVPS) বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা ১৪ পয়সা, যা আগের বছর ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা। কোম্পানির চলতি সম্পদ বৃদ্ধি পাওয়ায় এনএভি বেড়েছে।

প্রতি শেয়ারে নিট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ টাকা ৪৪ পয়সা, যা গত বছর ছিল ঋণাত্মক ১৭ পয়সা।

কোম্পানির আয় ও জৈবিক বিক্রয় প্রবৃদ্ধি বাড়লেও চলতি অর্থবছরে আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ইপিএস কমেছে। অন্যদিকে, আগের বছরের তুলনায় অগ্রিম আয়কর, সুদ ও সরবরাহকারীদের প্রদেয় অর্থ বেশি পরিশোধ করায় নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।

Share
নিউজটি ১০৬ বার পড়া হয়েছে ।
Tagged