শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিনিয়োগকারীরা যেন অযথা ঝুঁকির মধ্যে না পড়েন, সে কারণে তাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই
ডিএসই কর্তৃপক্ষ ফাইন ফুডসের শেয়ারদরের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছিল। উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে। অর্থাৎ কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রমে এমন কিছু ঘটেনি, যা এ ধরনের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নির্দেশ করে।
শেয়ারদর বৃদ্ধির পরিসংখ্যান
ডিএসইর তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট ফাইন ফুডসের শেয়ারদর ছিল ২৬৭ টাকা ৩০ পয়সা। মাত্র এক মাস পর, ১১ সেপ্টেম্বর লেনদেন শেষে শেয়ারদর দাঁড়ায় ৩০৯ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এই সময়ে প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৪২ টাকা ৬০ পয়সা বা প্রায় ১৬ শতাংশ।
বিনিয়োগকারীদের জন্য বার্তা
ডিএসই মনে করছে, এ ধরনের অস্বাভাবিক উত্থান প্রায়ই বাজারে জল্পনা-কল্পনার জন্ম দেয়। তাই বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কেবলমাত্র গুজব বা স্বল্পমেয়াদি দরবৃদ্ধির প্রলোভনে বিনিয়োগ না করে কোম্পানির মৌলভিত্তিক তথ্য যাচাই করার পর সিদ্ধান্ত নেওয়া উচিত।


