মূল মার্কেটে তালিকাভুক্তির অনুমোদন ওটিসির ৪ কোম্পানি

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০২১ ৪:৫১:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : কতিপয় শর্ত সাপেক্ষে ও আইন থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে পূনরায় তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেনকৃত চার কোম্পানি। বুধবার ৭৬০তম বিএসইসির কমিশন সভায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওটিসি মাকেটে লেনদেনকৃত ৪ টি কোম্পানি যথাক্রমে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারার কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড এর ব্যবসায়িক উন্নতির কারনে এবং কমিশনের বিবিধ ধারার সাথে সঙ্গতিপূর্ণ পদক্ষেপ নেয়ায় কতিপয় শর্ত সাপেক্ষে তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা/চিটাগং স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর কতিপয় প্রবিধান ও সিকিউরিটিজ আইনের কতিপয় শর্ত হতে অব্যাহতি প্রদান করে পুনরায় তালিকাভুক্তির প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর মূল মার্কেটে লেনদেন করার সদয় সম্মতি প্রদান করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৬ বার পড়া হয়েছে ।
Tagged