নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
রোববার (০৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, যা আগের অর্থবছরের ৫০ টাকা ১১ পয়সা থেকে প্রায় ২২ শতাংশ বেশি।
তবে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) এ সময়ে দাঁড়িয়েছে মাইনাস ১০৯ টাকা ৯৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল মাইনাস ৪৬ টাকা ১৭ পয়সা। অর্থাৎ, নগদ প্রবাহের ঘাটতি গত বছরের তুলনায় বেড়েছে।
২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের ২৩৪ টাকা ১২ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি, ২০২৬, দুপুর ১২টায়। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর ২০২৫।


