নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মেয়াদি মিউচুয়াল ফান্ডের নতুন অনুমোদন প্রক্রিয়া বন্ধ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে। বুধবার (১২ নভেম্বর) গেজেটের অতিরিক্ত সংখ্যায় নতুন বিধিমালাটি প্রকাশিত হয়।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়েছে। বিধিমালার আওতায় ভবিষ্যতে কোনো নতুন মেয়াদি স্কিমকে অনুমোদন দেওয়া হবে না; বরং শুধুমাত্র বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডের অনুমতি প্রদান করা হবে। তবে ইতিমধ্যেই বিদ্যমান মেয়াদি স্কিমগুলোর জন্য বিশেষ বিধান রাখা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য তার ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তবে ইউনিটহোল্ডারের স্বার্থ রক্ষার্থে ফান্ডের ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতাদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদনের মাধ্যমে স্কিমটি বেমেয়াদিতে রূপান্তর বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বা এর স্কিমের অর্থ কেবল স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), পুনরায় গণপ্রস্তাব (আরপিও), রাইট শেয়ার এবং সরকারি সিকিউরিটিজেও বিনিয়োগ করা যাবে। তবে মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজ, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) বা এসএমই প্ল্যাটফর্মের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।
বিধিমালায় উল্লেখ আছে, কোনো সিকিউরিটিজ বিনিয়োগের পর যদি মূল বোর্ড থেকে তালিকাচ্যুত হয় বা এটিবি/এসএমই বোর্ডে স্থানান্তরিত হয়, তবে ছয় মাসের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। এছাড়া ‘এ’ ক্যাটাগরির নিচের ক্রেডিট রেটিংসম্পন্ন বন্ড, ডেট সিকিউরিটিজ এবং ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


