যমুনা ও পুবালি ব্যাংকের দুই বন্ড ইস্যুতে বিএসইসি’র অনুমোদন

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:২৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে মূলধনভিত্তি শক্তিশালী করতে যমুনা ব্যাংক পিএলসি ও পুবালি ব্যাংক পিএলসি’র বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) কমিশনের ৯৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ।

যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
যমুনা ব্যাংক পিএলসি’র ৮০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। এ বন্ডে কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেট + ৩ শতাংশ কুপন মার্জিন।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেবলমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে এ বন্ড ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে যমুনা ব্যাংকের টিয়ার-টু মূলধনভিত্তি (Tier-2 Capital Base) শক্তিশালী করতে। যা আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ড বেসেল-৩ পূরণে সহায়ক হবে।

এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। পরবর্তীতে বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)-তে তালিকাভুক্ত হবে।

পুবালি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
অন্যদিকে, পুবালি ব্যাংক পিএলসি’র ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। এ বন্ডেও কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেট + ৩ শতাংশ কুপন মার্জিন।

বন্ডটি কেবল প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বন্ড ইস্যুর অর্থ ব্যবহার করা হবে পুবালি ব্যাংকের টিয়ার-টু মূলধনভিত্তি (Tier-2 Capital Base) শক্তিশালী করতে। যা বেসেল-৩ মানদণ্ড পূরণে সহায়ক হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। অনুমোদিত বন্ডটি পরবর্তীতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)-তে তালিকাভুক্ত করা হবে।

 

 

Share
নিউজটি ১৩৮ বার পড়া হয়েছে ।
Tagged