রহিমা ফুডের শেয়ার ১০৫% বাড়লেও উৎপাদন বন্ধে বিনিয়োগকারীদের উদ্বেগ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ১:৫৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড তাদের কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ গত ১২ আগস্টের বৈঠকে তাৎক্ষণিক কার্যকারিতায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এ তথ্য আজ (১৩ আগস্ট) স্টক এক্সচেঞ্জে প্রকাশ করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই নারকেল তেলের প্ল্যান্ট বন্ধের ঘোষণার পর রহিমা ফুডের শেয়ারদর ছিল ৮২ টাকা ২০ পয়সা। মাত্র ২৪ কর্মদিবসে তা বেড়ে ১১ আগস্ট দাঁড়ায় ১৬৮ টাকা ৯০ পয়সায়, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়ে শেয়ারের দর বেড়েছে ১০৫ শতাংশ।

কোম্পানির রাজস্ব ও মুনাফা কমতে থাকা সত্ত্বেও শেয়ারের এমন উল্লম্ফন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট কোম্পানিটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ৪৪৩.৬৫, যা বাজার বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিকভাবে ঝুঁকিপূর্ণ। ধারাবাহিক উৎপাদন বন্ধের কারণে শেয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও দাম আকাশচুম্বী পর্যায়ে পৌঁছেছে।

তবে উৎপাদন বন্ধের ঘোষণার পর আজ ডিএসইতে রহিমা ফুডের শেয়ারদর ৭.৭৯ শতাংশ বা ১৩ টাকা কমে ১৫৩ টাকা ৮০ পয়সায় নেমে আসে। এদিন মোট ৯ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন হয়, যার আর্থিক মূল্য ছিল ১৫ কোটি ৬৭ লাখ টাকা।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে, তাদের প্রধান রাজস্ব উৎস কাজু বাদাম, নারকেল তেল ও কাজু বাদামের উপজাত। তবে কাজু বাদাম প্ল্যান্ট বন্ধের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ডিএসই’র আরও তথ্য বলছে, গত তিন মাসে রহিমা ফুডের শেয়ারের দর বেড়েছে প্রায় ১৫০%। এই অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিটিকে চারবার নোটিশ পাঠায়। জবাবে রহিমা ফুড জানায়, মূল্যবৃদ্ধি বা লেনদেনের পরিমাণ বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

 

Share
নিউজটি ২০১ বার পড়া হয়েছে ।
Tagged