রিং সাইনের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ ৭:২৪:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানির রিং সাইন টেক্সটাইলস লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা বাড়িয়ে ৪৪০ থেকে ৫৪০ কোটি টাকা করা হবে। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।
এর পরিশোধিত মূলধন ৪৩৫ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৩৭৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৩ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৮২০টি। ৩০ নভেম্বর ২০১৯ পরিচালকের কাছে রয়েছে ৩১.৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩.৪৪ শতাংশ শেয়ার। গতকাল প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ২০ পয়সায়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৪২ বার পড়া হয়েছে ।
Tagged