নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে উত্তোলিত অর্থ ব্যবহারের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বিএসইসিতে আবেদন করে আইপিও ফান্ডের ১০ লাখ মার্কিন ডলার ব্যবহারের অনুমোদন চেয়ে। দীর্ঘ সময় পর কমিশন সেই আবেদন বাতিল করে দিয়েছে।
এর ফলে রিং সাইন বর্তমানে আইপিও তহবিলের অর্থ নির্ধারিত খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যবহার করতে পারবে না।


