দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, মে ৩, ২০২১ ৬:০৭:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড রিলায়েন্স ওয়ান। আজ সোমবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এইমস অব বাংলাদেশ লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৪ পয়সা।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইপিইউ হয়েছে ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২২ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৪৯ পয়সা; আর বাজারমূল্যে এনএভি ছিল ১৩ টাকা ২২ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৭ বার পড়া হয়েছে ।
Tagged