নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২টি কোম্পানির মধ্যে ১১২টির শেয়ারদাম কমেছে। আজকের বাজারে সর্বাধিক দর হারিয়েছে রূপালী ইন্স্যুরেন্স, যার শেয়ারদাম একদিনেই ৭.৬৯ শতাংশ হ্রাস পেয়ে কোম্পানিটিকে ডিএসইর দরপতনের শীর্ষে নিয়ে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ন্যাশনাল ব্যাংকের ৫.৪১ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৫.০৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৪০ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.২৩ শতাংশ, অলটেক্সের ৪.০৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩.৮৫ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৩.৭৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৬৪ শতাংশ ও উত্তরা ফাইন্যান্সের ৩.৬০ শতাংশ দর কমেছে।


