রেকিট বেনকাইজারের আর্থিক ফলাফল প্রকাশ

সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:৫৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকাইজার (বাংলাদেশ) পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (Q3 2025) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

? তৃতীয় প্রান্তিকের ইপিএস (EPS)
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫২.২২ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৩.১৩ টাকা।

? তিন প্রান্তিকের ইপিএস (EPS)
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির EPS হয়েছে ১১৪.৩৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০৫.৩৫ টাকা।

? শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS)
তৃতীয় প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৩২.০২ টাকা, যা কোম্পানির আর্থিক দৃঢ়তা এবং বিনিয়োগকারীদের আস্থা প্রদর্শন করছে।

? বিশ্লেষণ
তৃতীয় প্রান্তিকে EPS বৃদ্ধির মাধ্যমে কোম্পানি অর্থবছরের প্রথম নয় মাসে স্থিতিশীল আয়ের প্রবণতা বজায় রাখতে সক্ষম হয়েছে। NAVPS-এর স্থিতিশীলতা শেয়ারহোল্ডারদের জন্য আস্থা ও বিনিয়োগের সুবিধাজনক পরিবেশ নির্দেশ করছে।

 

Share
নিউজটি ৯০ বার পড়া হয়েছে ।
Tagged