রেনেটার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে বিএসইসির অনুমোদন

সময়: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ২:২৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড। সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, রেনেটা নন-কিউমুলেটিভ (Non-Cumulative), নন-পার্টিসিপেটিভ (Non-Participative) এবং পূর্ণরূপে রূপান্তরযোগ্য (Fully Convertible) প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

তবে এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগে কোম্পানিটিকে তার বিদ্যমান শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে। অর্থাৎ শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরই চূড়ান্তভাবে ইস্যু প্রক্রিয়া শুরু হবে।

রেনেটা লিমিটেড দেশের অন্যতম প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চিকিৎসা ও পুষ্টি খাতে উচ্চমানের পণ্য সরবরাহের পাশাপাশি কোম্পানিটি প্রাইভেট ও পাবলিক সেক্টরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি মূলধন কাঠামো শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণ কার্যক্রমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে বলে জানা গেছে।

২০২৩-২৪ হিসাববছরের শেষভাগে রেনেটা লিমিটেডের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভ তথা সংরক্ষিত মুনাফা রয়েছে ৩ হাজার ২৭২ কোটি টাকা, যা থেকে কোম্পানিটির শক্তিশালী আর্থিক ভিত্তি প্রতীয়মান হয়।

রেনেটা বর্তমানে বাজারে মোট ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০টি সাধারণ শেয়ারের বিপরীতে লেনদেন করছে।

শেয়ারহোল্ডিং কাঠামো (৩০ জুন ২০২৪ অনুযায়ী):
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে: ৫১.২৯% শেয়ার
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে: ২১.৮৬% শেয়ার
বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে: ১৯.৯৪% শেয়ার
সাধারণ বা ব্যক্তি বিনিয়োগকারীদের কাছে রয়েছে: ৬.৯১% শেয়ার

এই শেয়ার কাঠামো কোম্পানিটির নিয়ন্ত্রণ উদ্যোক্তা পরিচালকদের কাছেই রয়েছে তা স্পষ্ট করে, একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি কোম্পানিটির প্রতি আস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দেয়।

রেনেটা দেশের বাজারে ওষুধ, শিশু খাদ্য, পুষ্টিপণ্য ও পশুখাদ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কোম্পানিটির নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি, নিয়মিত লভ্যাংশ প্রদান এবং বাজারে স্থিতিশীল উপস্থিতি বিনিয়োগকারীদের জন্য এটি একটি আস্থা-জাগানো কোম্পানিতে পরিণত করেছে।

Share
নিউজটি ১৬৯ বার পড়া হয়েছে ।
Tagged