রেমিট্যান্সে নতুন রেকর্ড: এক মাসেই বাংলাদেশে এল ২৩৪ কোটি ডলার

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৫৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির অন্যতম ভরসা প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় বা রেমিট্যান্স। চলতি সেপ্টেম্বর মাসের মাত্র ২৭ দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার (২৩৪ কোটি ২০ লাখ ডলার), যা টাকার অঙ্কে দাঁড়ায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। তুলনামূলকভাবে এবার প্রবৃদ্ধি হয়েছে ২৪ কোটি ৮০ লাখ ডলার।

কোন ব্যাংকের মাধ্যমে কত রেমিট্যান্স এসেছে

  • রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার

  • বিশেষায়িত কৃষি ব্যাংক: ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার

  • বেসরকারি ব্যাংক: ১৭৩ কোটি ৬১ লাখ ডলার

  • বিদেশি ব্যাংক: ৫৩ লাখ ২০ হাজার ডলার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসীদের ধারাবাহিক রেমিট্যান্স প্রেরণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা আনছে।

জুলাই-সেপ্টেম্বর সময়কালে রেমিট্যান্স প্রবাহ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-২৪ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার। ফলে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ২ শতাংশ।

এর আগে জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা) এবং আগস্টে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯ হাজার ৫৪৮ কোটি টাকা)।

রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক চিত্র
গত অর্থবছর (২০২৪-২৫)-এ সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে—৩২৯ কোটি ডলার, যা পুরো বছরের রেকর্ড। সেই অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় যা ছিল ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ধারাবাহিকভাবে বাড়তে থাকা এই রেমিট্যান্স প্রবাহ প্রমাণ করছে—বিদেশে কর্মরত বাংলাদেশিরা এখনও দেশের অর্থনীতির জন্য অন্যতম প্রধান চালিকা শক্তি।

 

Share
নিউজটি ১৭ বার পড়া হয়েছে ।
Tagged