লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের তারিখ নির্ধারণ

সময়: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১:১০:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে আগামীকাল লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১০ শতাংশ শেয়ার ছেড়ে এটিবিতে তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ তথ্য জানিয়েছে।

আগামীকাল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এটিবি মার্কেট উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

জানা যায়, লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডিং কোড হবে “LBSL”। আর কোম্পানি কোড হবে “৫৯০০১”। কোম্পানিটি স্টক ব্রোকার সেক্টরের অধীনে লেনদেন করবে। কোম্পানিটি গত ২৪ নভেম্বর,২০২২ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। লংকাবাংলা সিকিউরিটিজ লংকাবাংলা ফিন্যান্সের সহযোগী কোম্পানি। লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লংকাবাংলা ফাইন্যান্স লংকাবাংলা সিকিউরিটিজের ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার অফলোডের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।

এছাড়াও, এটিবিতে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ১৮টি কোম্পানিকে এটিবিতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল বিএসইসি। কিন্তু প্রস্তুত না থাকায় ওটিসির কোনো কোম্পানির শেয়ার এটিবি উদ্বোধনের সময় লেনদেনে অংশ নিচ্ছে না।

 

Share
নিউজটি ১৩৬ বার পড়া হয়েছে ।
Tagged