লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড

সময়: রবিবার, জুলাই ২১, ২০১৯ ১০:৩৯:৫৩ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (ইউপিজিডি) সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি ২০১৮-২০১৯ আর্থিবছরের জন্য ২৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ইউনাইটেড এনার্জি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি। ইউনাইটেড এনার্জি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারি কোম্পানি।

কোম্পানিটি ২০১৮-১৯ আথিকর্ বছরে বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ২ টাকা ৯০ পয়সা (২৯ শতাংশ) নগদ লভ্যাংশ দিবে। যার পরিমাণ ১১৬ কোটি ১৩ লাখ ১ হাজার ৮১৩ টাকা। এর আগে একই অর্থবছরের জন্য আশুগঞ্জ এনার্জি শেয়ার প্রতি ৯৭ পয়সা (৯ দশমিক ৭৫ শতাংশ) যার পরিমাণ ৩৯ কোটি ৪ লাখ ৩৭ হাজার ৬৭৮ টাকা অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সে হিসেবে ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি শেয়ার প্রতি ৩ টাকা ৮৭ পয়সা (৩৮ দশমিক ৭৫ শতাংশ) নগদ লভ্যাংশ দিয়েছে। যার পরিমাণ দাঁড়ায় ১৫৫ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৪৯১ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩২৪ বার পড়া হয়েছে ।
Tagged