লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত বীচ হ্যাচারির

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৪, ২০২০ ২:৫২:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড।
বুধবার (২৩ ডিসেম্বর) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। এর আগের বছর লোকসান ছিল ৩৬ পয়সা।
আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৮০ পয়সা।
এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। কোম্পানিটির এজিএমের তারিখ সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। উচ্চ আদালতের অনুমোদনের পর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৮২ বার পড়া হয়েছে ।
Tagged