লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্সের

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০ ৯:৩২:৩১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। সোমবার কোম্পানির পর্ষদ ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র মতে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।
ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৭ বার পড়া হয়েছে ।
Tagged