লিবরা ইনফিউশনকে শোকজ করেছে ডিএসই

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩ ১২:০০:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে লিবরা ইনফিউশনকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৮০৭ টাকা। ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৯৮০ টাকা ৭০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Share
নিউজটি ৯৭ বার পড়া হয়েছে ।
Tagged