লুজারের শীর্ষে বিআইএফসি

সময়: মঙ্গলবার, মে ১৮, ২০২১ ৫:০০:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৮ মে) দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বিআইএফসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ৬.৬৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিআইএফসি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৫.৪০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.০৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৮৭ শতাংশ, ইমাম বাটনের ৪.৩৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৪.০২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৯৭ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৯২ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩.৮৬ শতাংশ কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৬ বার পড়া হয়েছে ।
Tagged