লুজার তালিকার শীর্ষে ইনটেক অনলাইন

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:৪৫:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইনটেক অনলাইনের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর কমার বা লুজার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস বুধবার ইনটেক লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ১৬.৩১ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৩.৬৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.২২ শতাংশ, সি পার্ল বীচের ৩.০৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ২.৬৬ শতাংশ, রিল্যায়ান্স ইন্সুরেন্সের ২.৪০ শতাংশ,গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ২.১৯ শতাংশ, ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১.৯৪ শতাংশ এবং পাইওনিয়র ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১.৯৪ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ১৩১ বার পড়া হয়েছে ।
Tagged