লুজার তালিকার শীর্ষে বিআইএফসি

সময়: বুধবার, মার্চ ১০, ২০২১ ৪:০৪:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১০ মার্চ) দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বিআইএফসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ৬.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিআইএফসি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্টের ৫.৩৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৭৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪,৭২ শতাংশ, ইজেনারেশনের ৪.৩৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪.২৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.১৬ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.১১ শতাংশ কমেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৫ বার পড়া হয়েছে ।
Tagged