লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সময়: সোমবার, মে ১৯, ২০২৫ ৪:৫৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট ১৪ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের পরিমাণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি। কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, যার শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংকের ৮ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৫ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৬৬ বার পড়া হয়েছে ।
Tagged