লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০ ৫:৪৩:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৫২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। কোম্পানিটি মোট ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ২ লাখ ৮ হাজার ৫২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৬৮ লাখ টাকা।

স্কয়ার ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৭ লাখ ৩৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৩৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা,বিএটিবিসি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, গ্রামীণফোন, আইএফআইসি, বারাকা পাওয়ার ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২২ বার পড়া হয়েছে ।
Tagged