লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক

সময়: শনিবার, মে ২৪, ২০২৫ ৪:২৭:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, আজ কোম্পানিটির ১২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, যার মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার।

তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক, আজ যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৯৯ লাখ ৪৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৮ কোটি ৯১ লাখ ১৭ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৬ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ৬ কোটি ২ লাখ ৮ হাজার টাকা, সিটি ব্যাংকের ৫ কোটি ৬১ লাখ ৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা এবং ফু-ওয়াং ফুডসের ৫ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৩৬ বার পড়া হয়েছে ।
Tagged