সূচক কমলেও বেড়েছে লেনদেন

লেনদেন কমেছে এক চতুর্থাংশ, বাজার মূলধন হ্রাসে চাপের মুখে শেয়ারবাজার

সময়: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ৩:৪২:৪৭ অপরাহ্ণ

টানা নয় সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির পর গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। একই সঙ্গে সপ্তাহজুড়ে লেনদেনও কমেছে প্রায় ২৪ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচক পতন হয়েছে। এতে ৯৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, বিপরীতে ২৭৪টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষে মূলধন ছিল ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা বা ০.৪৭ শতাংশ।

এর আগে টানা আট সপ্তাহ দরপতনে ডিএসইর বাজার মূলধন কমেছিল ২৬ হাজার ৮৮২ কোটি টাকা। সেই পতনের পর টানা নয় সপ্তাহ বাজার মূলধন বেড়ে ৬৮ হাজার ৯৫ কোটি টাকাতে উন্নীত হয়েছিল। তবে গত সপ্তাহে এই ঊর্ধ্বমুখিতা ভেঙে আবারও বাজার মূলধনে পতন হলো।

মূলধনের পাশাপাশি সূচকেও পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৮২ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৩৫.৩৫ পয়েন্ট। তার আগে টানা আট সপ্তাহে সূচক বেড়েছিল ৮০৪ পয়েন্ট।

এছাড়া, ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ২৩.৮৮ পয়েন্ট বা ১.১৪ শতাংশ এবং ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৭.২৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। শরিয়াহ সূচক টানা তিন সপ্তাহ ধরে পতনের ধারায় রয়েছে।

লেনদেনেও বড় ধরনের ধস দেখা গেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ১৮ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ প্রতিদিনের গড় লেনদেন কমেছে ২২২ কোটি ১৯ লাখ টাকা বা ২৪.৩৮ শতাংশ।

 

Share
নিউজটি ৯৮ বার পড়া হয়েছে ।
Tagged