সূচক কমলেও বেড়েছে লেনদেন

লেনদেন বৃদ্ধিতেও প্রায় ৫ হাজার কোটি টাকা গায়েব

সময়: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৮:৪৮:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-২০ মার্চ’২৫) টাকার অংকে লেনদেন বাড়লেও দেশের শেয়ারবাজার থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা গায়েব হয়েছে। এর আগের সপ্তাহেও সাড়ে ৬ হাজার কোটি টাকার গায়েব হয়েছিল। অর্থাৎ গত সপ্তাহের ২ সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) থেকে মোট প্রায় ১১ কোটি টাকা গায়েব হয়েছে বা বাজার মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর সব সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১.৭০ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১৩.৬৮ পয়েন্ট বা ০.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৭.৮৮ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.২৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮.০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৬.৩৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৮৮.৬৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি, কমেছে ২০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ কোটি ৪২ লাখ ৩০ হাজার শেয়ার ৭ লাখ ৩৬ হাজার ৫৫২বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা বা ২১.৯৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৮২ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা বা ০.৬০ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৮২ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৯.৪৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ০.৩৫ পয়েন্ট বা অপরিবর্তিত রয়েছে ৮ হাজার ৮৫০.৯৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২.৬৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং সিএসআই সূচক ৪.৭৪ পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৯.১৮ পয়েন্টে এবং ৯৪১.২২ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ৭.৫১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩০.৯১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬২ হাজার ৪৯৯ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৮৬৭ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৩৬৮ টাকা বা ১৭.৬১ শতাংশ।

 

Share
নিউজটি ২০০ বার পড়া হয়েছে ।
Tagged