শরিয়াহ্‌ভিত্তিক সিকিউরিটিজ তদারকিতে বিএসইসির ৯ সদস্যের উপদেষ্টা কাউন্সিল গঠন

সময়: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ৮:০১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের ইসলামি মূলধন বাজারে নতুন গতি সঞ্চার ও শরিয়াহ্‌ভিত্তিক সিকিউরিটিজের (ISBS) উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ সদস্যের একটি শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিল (SAC) গঠন করেছে। এই কাউন্সিল শরিয়াহ্‌ভিত্তিক সিকিউরিটিজ ইস্যু ও তদারকিতে দিকনির্দেশনা প্রদান করবে, যা দেশের ইসলামি আর্থিক খাতকে আরও শক্তিশালী ভিত্তি দেবে।

২২ অক্টোবর বিএসইসির আদেশে কাউন্সিল গঠন
গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই কাউন্সিল গঠিত হয়।
রোববার (২৬ অক্টোবর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কাউন্সিলটি গঠিত হয়েছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ্‌ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২’-এর ৪ ও ৫ নম্বর বিধি অনুসারে।
বিধি অনুযায়ী, কাউন্সিলটিতে ৫ জন শরিয়াহ্‌ বিশেষজ্ঞ এবং ৪ জন শিল্পখাতের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন।

চেয়ারম্যান প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ
কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও শরিয়াহ্‌ বিশেষজ্ঞ প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ।

কাউন্সিলের সদস্যরা
কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন—

প্রফেসর ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়

মুফতি মাওলানা মাসউম বিল্লাহ, সিনিয়র মুফতি ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, মিরপুর

মুফতি আব্দুল্লাহ মাসউম (CSAA), সিনিয়র ডেপুটি মুফতি, জামিয়া শরিয়্যাহ, মালিবাগ

ড. এমডি রুহুল আমিন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রফেসর ড. মোহাম্মদ কবীর হাসান, আন্তর্জাতিক অর্থ বিশেষজ্ঞ ও অধ্যাপক, ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স, যুক্তরাষ্ট্র

ব্যারিস্টার ওমর সাদাত, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

মো. এ. কে. মজিদুর রহমান, সিইও, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ও মূলধন বাজার বিশেষজ্ঞ

মো. মোহাম্মদ আবদুল রহিম (FCA, CIPA, CSA), চিফ ফিন্যান্স অফিসার, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড

ইসলামি মূলধন বাজারে নতুন দিগন্ত
বিএসইসি জানিয়েছে, শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিলটি ইসলামি শরিয়াহ্‌ভিত্তিক সিকিউরিটিজের যথাযথ ইস্যু, অনুমোদন ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর মাধ্যমে দেশের ইসলামি আর্থিক খাত আরও সংগঠিত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে বলে আশা করছে কমিশন।

 

Share
নিউজটি ১০৫ বার পড়া হয়েছে ।
Tagged