শরিয়াহ-সম্মত বিনিয়োগে সিএসইর নতুন তালিকা, অন্তর্ভুক্ত ১১২ প্রতিষ্ঠান

সময়: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:২৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রমের ষাণ্মাসিক পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের শরিয়াহ সূচক (সিএসআই) পুনর্গঠন করেছে। সর্বশেষ এই হালনাগাদে আগামী ছয় মাসের জন্য শরিয়াহ-সম্মত বিনিয়োগের উপযোগী হিসেবে মোট ১১২টি কোম্পানি নির্বাচিত হয়েছে। নতুন এই সূচক বৃহস্পতিবার থেকে বিনিয়োগকারীদের জন্য কার্যকর হবে।

সিএসই সূত্রে জানা গেছে, পুনর্গঠিত সূচকে নতুন করে যুক্ত হয়েছে হেইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ, যা সিএসই নির্ধারিত শরিয়াহ স্ক্রিনিংয়ের সব শর্ত পূরণ করেছে। অপরদিকে এএফসি অ্যাগ্রো বায়োটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ম্যারিকো বাংলাদেশ ও ইয়াকিন পলিমারসহ মোট ১০টি কোম্পানি শরিয়াহ সূচক থেকে বাদ পড়েছে।

এ ছাড়া লেনদেন স্থগিত থাকায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংককেও সূচকের তালিকা থেকে অপসারণ করা হয়েছে।

বর্তমানে সিএসইতে তালিকাভুক্ত ৩৮৪টি কোম্পানির মধ্যে ১১২টি প্রতিষ্ঠান শরিয়াহ সূচকের অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণভাবে যেসব প্রতিষ্ঠানের মূল ব্যবসা ইসলামি শরিয়াহ পরিপন্থী নয় এবং যাদের আর্থিক কাঠামোতে সুদনির্ভরতা সীমিত, কেবল সেসব প্রতিষ্ঠানই এই সূচকে স্থান পায়। সিএসই’র গঠিত বিশেষজ্ঞ কমিটি নির্দিষ্ট সময় অন্তর কোম্পানিগুলোর আর্থিক ও ব্যবসায়িক কাঠামো বিশ্লেষণ করে সূচকে সংযোজন ও বিয়োজনের সিদ্ধান্ত নেয়।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, বস্ত্র খাত থেকে সর্বাধিক ১৮টি কোম্পানি শরিয়াহ সূচকে রয়েছে। ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাত—এই দুই খাত থেকে ১৬টি করে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে রয়েছে ৪টি, আর তথ্যপ্রযুক্তি খাত থেকে ৭টি কোম্পানি সূচকে স্থান পেয়েছে।

এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১২টি, খাদ্য খাতের ৮টি, বিমা খাতের ৬টি, চামড়া ও জুতা খাতের ৪টি এবং সিমেন্ট ও সিরামিক—উভয় খাত থেকে ৩টি করে কোম্পানি শরিয়াহ-সম্মত হিসেবে বিবেচিত হয়েছে। বিবিধ খাতে রয়েছে ৯টি প্রতিষ্ঠান।

অন্যদিকে, টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন ও রবি আজিয়াটা শরিয়াহ নীতিমালা অনুসরণ করায় সূচকে তাদের অবস্থান বজায় রেখেছে। পাশাপাশি সেবা ও কাগজ খাত থেকেও দুটি করে কোম্পানি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সিএসই’র এই হালনাগাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণকারী বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই শরিয়াহ সূচক আগামী ছয় মাস বহাল থাকবে, যা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিনিয়োগকারীদের সহায়ক ভূমিকা পালন করবে।

 

Share
নিউজটি ৯০ বার পড়া হয়েছে ।
Tagged