শাশা ডেনিমসের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে: ক্ষতি নিরূপন করা যায়নি

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০১৯ ৮:২২:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদ : ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমসের কারাখানায় আজ বৃহস্পতিবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকান্ডে কারণ জানা যায় নি। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন আশুলিয়া ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন,আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ার ইপিজেডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫টি ইউনিট কাজ করেছে। অগ্নিকান্ডে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কারাখানার সামান্য ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।
শাশা ডেনিমস পুঁজিবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৯২ লাখ টাকা । কোম্পানির শেয়ার সংখ্যা ১২ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ৭২৯ টাকা । এর মধ্যে কোম্পানির উদ্যোক্তাদের কাছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক শূণ্য ৬ শতাংশ,বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ২৫ শতাংশ শেয়ার আছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৫৪ বার পড়া হয়েছে ।
Tagged