শেয়ারবাজারের ৮ ব্রোকারের ইকুইটি ঘাটতির তথ্য নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

সময়: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ২:০৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ৮টি ব্রোকারেজ হাউজের নিট সম্পদমূল্যে (এনএভি) ঘাটতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাখ্যা দিয়েছে। ২৫ আগস্ট শেয়ারনিউজসহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোনার্ক হোল্ডিংস লিমিটেড, মির সিকিউরিটিজ লিমিটেড, কলম্বিয়া শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, উইংসফিন লিমিটেড, ফারিহা সিকিউরিটিজ লিমিটেড, অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, ম্যাট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড এবং তাসিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর ইকুইটি ঘাটতি রয়েছে।

তবে এই খবরের পরিপ্রেক্ষিতে একাধিক ব্রোকারেজ হাউজ স্পষ্ট করেছে যে, প্রকৃতপক্ষে মাত্র দুটি ব্রোকারেজ হাউজের নিট সম্পদমূল্যে ঘাটতি রয়েছে। বিশেষ করে মির সিকিউরিটিজ লিমিটেড, ম্যাট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড এবং অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড জানিয়েছে যে, তারা ইতোমধ্যেই প্রায় শতভাগ ইকুইটি ঘাটতি পূরণ করেছে।

তাদের বক্তব্য অনুযায়ী, মোনার্ক হোল্ডিংস লিমিটেড এবং আরেকটি ব্রোকারেজ হাউজে প্রকৃত এনএভি ঘাটতি রয়েছে। বাকি ৬টি ব্রোকারেজ হাউজের ইকুইটি ঘাটতি বর্তমানে নেই বা সমাধান হয়ে গেছে।

এই ব্যাখ্যা বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

 

Share
নিউজটি ৩১৮ বার পড়া হয়েছে ।
Tagged