নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অনিয়ম, সরকারি বিধিনিষেধ লঙ্ঘন ও অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ জুন) ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা শেয়ারবাজার সংক্রান্ত আইন ও সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনে জড়িত। এসব অবৈধ অর্থের একটি অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য ১৪ জন হলেন:
সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের
কাজী সাদিয়া হাসান
আবুল কালাম মাদবর
কনিকা আফরোজ
মোহাম্মদ বাশার
সাজেদ মাদবর
আলেয়া বেগম
কাজি ফুয়াদ হাসান
কাজী ফরিদ হাসান
শিরিন আক্তার
জাভেদ এ মতিন
মো. জাহেদ কামাল
মো. হুমায়ুন কবির
তানভির নিজাম
দুদক জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা দেশ ত্যাগের পরিকল্পনা করছিলেন। এতে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আদালতের মাধ্যমে বিদেশ গমন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুদকের মতে, এই নিষেধাজ্ঞা তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে এবং যারা শেয়ারবাজারকে অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছে, তাদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে।


