নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকোর গ্রিন সুকুক ইস্যুতে অনিয়মের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে শেয়ারবাজারে আজীবনের জন্য এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য ‘অবাঞ্ছিত’ (Persona Non Grata) ঘোষণা করেছে বর্তমান কমিশন।
বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের ২৩ জুন বিএসইসির ৭৭৯তম সভায় বেক্সিমকো কর্তৃক ৩ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি সিকিউর্ড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রিন সুকুক অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ২৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও ৭৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা ছিল।
উল্লেখিত সুকুক থেকে তহবিল সংগ্রহ করে বেক্সিমকোর টেক্সটাইল ইউনিট সম্প্রসারণ এবং তিস্তা ও করতোয়া সোলার লিমিটেডে নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পে বিনিয়োগ করার কথা ছিল। প্রতিটি ইউনিটের মূল্য ছিল ১০০ টাকা এবং ন্যূনতম সাবস্ক্রিপশন নির্ধারিত ছিল ৫ হাজার টাকা।
তবে সুকুক ইস্যুর আগে বেক্সিমকোকে সংশ্লিষ্ট বিধিমালার কিছু ধারা থেকে অব্যাহতি দেওয়া হলেও তা গেজেট আকারে প্রকাশের আগেই অনুমোদন ও কনসেন্ট লেটার জারি করা হয়। একই সঙ্গে পরিপত্র ভেঙে পাবলিক সাবস্ক্রিপশন সময় এক মাসের বেশি বাড়ানো হয়।
এই অনিয়ম তদন্তে গঠিত বিএসইসির ‘শেয়ারবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ তাদের প্রতিবেদন জমা দিলে, তার ভিত্তিতে সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান কমিশন। একইসঙ্গে গ্রিন সুকুক ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।


