নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের মধ্যে ফের দেখা যাচ্ছে আশার আলো। চলমান বাজার পরিস্থিতি ধারাবাহিক উত্থানের মাধ্যমে লোকসান কাটিয়ে মুনাফার পথে এগিয়ে চলেছে। বিনিয়োগকারীদের দীর্ঘ প্রতীক্ষার পর এই উত্থান তাদের মাঝে নতুন করে আস্থা ও প্রত্যাশা ফিরিয়ে এনেছে।
আজ ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই সূচক বেড়েছে। যদিও টাকার অঙ্কে কিছুটা লেনদেন কমেছে, তবে সূচকের ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক। ঈদের পর পবিত্র আশুরা উপলক্ষে রবিবার লেনদেন বন্ধ থাকায় সপ্তাহটি ছিল চার কার্যদিবসের। এই চার দিনই বাজার ছিল ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী।
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন
গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪,৮৯৪.৮৭ পয়েন্ট। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫,০৬৮.০৩ পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে ১৭৩.১৬ পয়েন্ট। এটি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ধারাবাহিক বৃদ্ধি। আজ একদিনেই ডিএসইএক্স বেড়েছে ৩২.৫৬ পয়েন্ট।
এছাড়া, ডিএসইএস সূচক আজ বেড়েছে ৬.৮৪ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,১০০.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক বেড়ে ১৪.৪১ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ১,৯০৮.৬২ পয়েন্টে।
তবে সূচকের এমন উত্থান সত্ত্বেও টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ২ লাখ টাকা, যা আগের দিন (০৯ জুলাই) ছিল ৬৯০ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ আজ লেনদেন কমেছে প্রায় ১১ কোটি ৬০ লাখ টাকা।
আজকের লেনদেনে ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৬টির দর বেড়েছে, ১২৮টির দর কমেছে, এবং ৭০টির দর অপরিবর্তিত ছিল।
সিএসইতেও একই ধারায় সূচক বাড়লেও লেনদেন কম
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সূচকের উত্থান দেখা গেছে। সিএএসপিআই সূচক আজ বেড়েছে ১২১.৮৬ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৪,৯৫৯ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ৮১.৬৫ পয়েন্ট।
তবে সিএসইতেও লেনদেন কমেছে। আজ সেখানে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকার, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৩৫ লাখ টাকার।
সিএসইতে আজ ২৩০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়, এর মধ্যে ১২৪টির দর বেড়েছে, ৭৪টির কমেছে, এবং ৩২টির অপরিবর্তিত ছিল।


