নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আইপিও ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি-নির্ভর করতে ডিজিটাল রূপান্তরের পথে এগোচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ‘রেগুলেটরি সাবমিশন মডিউল’ ও ‘সিএসই অনবোর্ডিং’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এখন থেকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নথি ও তথ্য অনলাইনে জমা দিতে পারবে। এতে কাগজভিত্তিক জটিলতা কমবে এবং পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। ভবিষ্যতে আইপিও আবেদন সম্পর্কিত সকল নথিও এই ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার ফলে এক্সচেঞ্জ দুটির পাশাপাশি বিএসইসিও এক জায়গা থেকে নথি অ্যাক্সেস করতে পারবে।
অনুষ্ঠানে বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থায় বিশ্বের উদীয়মান ও ফ্রন্টিয়ার মার্কেটগুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, কিন্তু বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। তিনি মনে করেন, বাজার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর উচিত সময়োপযোগী প্রযুক্তি গ্রহণে আরও সক্রিয় হওয়া।
তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। কোনো প্রতিষ্ঠান একা এগোতে চাইলেই সাফল্য আসবে না; বরং সকল অংশীজনকে নিজস্ব সক্ষমতা গড়ে তুলে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ডিএসই’র চিফ অপারেটিং অফিসার ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান জানান, নতুন ডিজিটাল সাবমিশন ব্যবস্থা বাজার কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বাড়াবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে এক্সবিআরএল বাস্তবায়নেও এটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


