নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দাবির পর অবশেষে বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে বড় সুখবর এলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের ৯৭১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনমত ও বাজারসংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে ফি হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিও অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই ফি সমান তিন ভাগে বিভক্ত হবে— ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) এবং বিএসইসি, প্রত্যেকে ৫০ টাকা করে পাবে।
এই নতুন নিয়ম সরকারি গেজেট প্রকাশের পর ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে। তবে এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৪৫০ টাকা ফি দিতে হবে।
এছাড়া, বিনিয়োগকারীদের সুবিধার্থে বিও অ্যাকাউন্টের ফি জমা দেওয়ার সময়সীমা ৩১ আগস্ট থেকে বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আরেকটি বড় স্বস্তির খবর।
বাজার বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ওপর থেকে উল্লেখযোগ্য আর্থিক চাপ কমাবে এবং নতুন বিনিয়োগকারী আকর্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।


