শেয়ারবাজারে যুক্ত হচ্ছে ১৫ সরকারি ও বহুজাতিক কোম্পানি, বাড়বে গভীরতা ও বিনিয়োগকারীদের আস্থা

সময়: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১১:১৬:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের গভীরতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। এই লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত এবং বহুজাতিক মিলিয়ে ১৫টি কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার জন্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোর অধিকাংশে সরকারের মালিকানা রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক বিবৃতিতে জানিয়েছে, যেসব কোম্পানিকে তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে, সেগুলো হলো: কর্ণফুলী ফার্টিলাইজার, সিনোভিয়া ফার্মা পিএলসি (সাবেক সানোফি বাংলাদেশ), নোভাটিস বাংলাদেশ, সিঞ্জেন্টা বাংলাদেশ, নেস্টলে বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, বি-আর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বৈঠকে বলেন, এসব কোম্পানি তালিকাভুক্ত হলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে সরকার তার মালিকানাধীন শেয়ারের প্রকৃত মূল্যায়নের সুযোগ পাবে এবং পুঁজিবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব এম ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি জানায়, যেহেতু এসব কোম্পানির কাছে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে এবং নতুন করে মূলধনের প্রয়োজন নেই, তাই তারা সরাসরি তালিকাভুক্তি (Direct Listing) পদ্ধতিতে বাজারে আসবে। এতে নতুন শেয়ার ইস্যু না করে বিদ্যমান শেয়ারগুলো বাজারে বিক্রি করা হবে।

সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনায় চলতি বছরের মে মাসেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, বাজারে নতুন আলোচনার কেন্দ্রে রয়েছে টেলিকম খাতের দুই বড় কোম্পানি—গ্রামীণফোন ও রবি। তাদের নিয়েও ভবিষ্যতে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share
নিউজটি ২৫১ বার পড়া হয়েছে ।
Tagged